বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই ছুটিতে আছেন আর্জেন্টিনা ও বার্সেলানার মহাতারকা লিওনেল মেসি। পরিবার ও বন্ধুদের নিয়ে তিনি কাটাচ্ছেন স্পেনের প্রমোদ দ্বীপ ইবিজায়। পানিতে জেট স্কি করছেন আর প্যাডেল বোটিং করছেন তিনি।
৩১ বছর বয়সী এই সুপারস্টার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো, তিন সন্তান (থিয়াগো, মাতেও এবং কিরো) এবং বার্সেলোনার সতীর্থ সেস্ক ফ্যাব্রিগাসের পার্টনার ড্যানিয়েল্লা সীম্যানকে নিয়ে ছুটি উদযাপন করছেন।
পাঁচবারের বিশ্বসেরা এই খেলোয়াড় চলতি মাসের শেষদিকে বার্সেলোনায় যোগ দেবেন। সেই সময় দলে যোগ দেবেন জেরার্ড পিকে এবং স্যার্জিও বুসকেটসও।