জ্লাতান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে অরল্যান্ডো সিটিকে ৪-৩ গোলে হারিয়েছে এলএ গ্যালাক্সি। রবিবার রাতে এই হ্যাটট্রিকের সুবাদে, গত মার্চে দলে যোগ দেওয়ার পর সুইডিশ তারকা ১৭ ম্যাচে ১৫ গোল করলেন।
তবে খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়েছিল অরল্যান্ডো। ক্রিস্টিয়ান হিগুইটা ও মিচেল কিয়ানির আত্মঘাতি গোলে এগিয়ে থাকে অরল্যান্ডো। গ্যালাক্সির দস স্যান্টোস একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে পাল্টে যায় দৃশ্যপট। মঞ্চে আভির্ভুত হন জ্লাটান ইব্রাহিমোভিচ।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ইব্রা প্রথম গোল করেন। দস স্যান্টোসের ক্রসে দারুণ এক হেডে গোল করেন তিনি। ডোম ডায়ার অরল্যান্ডোকে আবার এগিয়ে দিলে, ৬৭ মিনিটে এডওয়ার্ডসের কাছ থেকে বল পেয়ে ম্যাচে ৩-৩-এ সমতা ফেরান ইব্রা।
অবশেষে ৭১ মিনিটে হাফ ভলিতে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি হ্যাটট্রিকও পুরণ করেন ইব্রাহিমোভিচ।