প্রথম আসরে সফলতার পর এবার আরও বড় আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টেন ক্রিকেট লিগ। দুবাইয়ের মরুর বুকে এবার বসবে আরো বেশি তারকার মেলা। দুবাইয়ে এই টুর্নামেন্টের প্রাথমিক ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। দলগুলো আইকন খেলোয়াড় বেছে নেয়ার পাশাপাশি গতবারের টিম থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। এবারের টুর্নামেন্টে যোগ হচ্ছে বেশ কিছু তারকা খেলোয়াড়। প্রথম আসরে ছটি দল অংশ নিলেও এবার খেলবে আটটি দল।
গতবারের তারকাদের পাশাপাশি এবার আফগান লেগ স্পিনার রশিদ খান, ক্রিস লিন, ব্রেন্ডন ম্যাককালাম, আন্দ্রে রাসেল খেলবেন এবারের আসরে। গত বারের ছয়টি দলের সাথে এবার যোগ হবে আরো দুটি নতুন দল- নর্দান ওয়ারিয়র্স ও করাচিয়ান্স। দল বাড়ায় এবার টুর্নামেন্টের পরিধিও বাড়ছে। গত বার চার দিনে শেষ হওয়া টুর্নামেন্ট এবার হবে ১০ দিনে। গত বারের ‘টিম শ্রীলঙ্কা’ এবার নাম পাল্টে হয়েছে ‘রাজপুতস’।
প্রাথমিক ড্রাফটে দলগুলো তাদের আইকন খেলোয়াড় বেছে নিয়েছে, সেই সাথে গত বছরের দল থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় রেখে বাকিদের নিলামে তোলার জন্য ছেড়ে দিয়েছে। সেপ্টেম্বরের ২ তারিখ হবে মূল নিলাম। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের এখনো ফিকশ্চার চূড়ান্ত হয়নি ।
রশিদ খান মারাঠা অ্যারাবিয়ান্স ও ম্যাককালাম রাজপুতস দলের আইকন খেলোয়াড় হিসেব নির্বাচিত হয়েছেন। ক্রিস লিনও খেলেবেন রাজপুতসের হয়ে আর ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল গায়ে জড়াবেন নর্দান ওয়ারিয়র্সের জার্সি। রশিদ ছাড়া আরো দুজন আফগান ক্রিকেটার খেলবেন টি-টেন লিগে তারা হলেন, স্পিনার মুজিব উর রহমা(বেঙ্গল টাইগার্স) ও ওপেনার মোহাম্মদ শাহজাদ(রাজপুতস)। আয়ারল্যান্ডের ক্রিকেটার পল স্টার্লিং খেলবেন কেরালা কিংসের হয়ে।
পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি এবারও পাখতুনসের আইকন খেলোয়াড় হিসেবে থাকবেন। শোয়েব মালিক ও ইয়ন মরগানও খেলবেন তাদের পুরনো দল যথাক্রমে পাঞ্জাব লিজেন্ডস ও কেরালা কিংসের হয়ে। গত বছর বেঙ্গল টাইগার্সে খেলা ক্যারিবীয় অলরাউন্ডার ড্যারেন স্যামি এবার নতুন দল নর্দান ওয়ারিয়র্সের আইকন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আরেকটি নতুন দল হলো করাচিয়ান্স। দলটিসে সই করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। এবারের আইপিএলের ফাইনালে অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলা ওয়াটসন করাচিয়ান্সের আইকন খেলোয়াড়।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান গত আসরে খেলেছেন কেরালা কিংসের হয়ে। তামিম ইকবাল পাখতুনসের হয়ে, পেসার মোস্তাফিজুর রহমান খেলেছেন বেঙ্গল টাইগার্সের হয়ে। এবার কারা খেলবেন সে বিষয়ে এখনো তথ্য জানা যায়নি। টুর্নামেন্ট কমিটি জানিয়েছে, তারা খেলোয়াড় তালিকা তৈরির কাজ শুরু করেছেন। আগামী ২ সেপ্টেম্বর হবে নিলাম।