মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে, আজ বুধবার রাতে হট ফেভারিট ব্রাজিল `ই গ্রুপে’ তাদের শেষ ম্যাচ খেলতে নামবে সার্বিয়ার বিপক্ষে। ইতোমধ্যে তারা খেলে ফেলেছে দুটো ম্যাচ। তেমন আলো ছড়াতে পারেন নি ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। ভক্তরা তাঁর কাছ থেকে ‘বিউটিফুল গেম’ দেখার জন্য মুখিয়ে রয়েছেন। সুইজারল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে দশবার ফাউল করা হয়েছে। তা নিয়ে কম কথা হয়নি।
কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচে অহেতুক ডাইভ দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বয়ে যায়। এই নাটুকেপনার জন্য সমালোচিত হন নেইমার। কোস্টারিকা ম্যাচের অধিনায়ক থিয়াগো সিলভার সঙ্গে দুর্বব্যহার করার জন্যও সমালোচিত হন তিনি।
এদিকে নেইমারের পড়ে যাওয়াকে কেন্দ্র করে নতুন এক উদ্যোগ নিয়েছে রিও ডি জেনিরোর ম্যালকম পাব। সার্বিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ বাকি ব্রাজিলের। ম্যালকম পাব তাদের গ্রাহকদের জন্য অভিনব অফার দিয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, নেইমার যতবার মাঠে পড়ে যাবেন, ততবার বিনামূল্যে বিয়ার দেওয়া হবে।