পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এইচ গ্রুপ থেকে বিশ্বকাপের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো কলম্বিয়া। দুই ম্যাচে তাদের পয়েন্ট এখন তিন। আর এক ম্যাচ বাকী থাকতেই এই গ্রুপ থেকে বিদায় ঘন্টা বেজে গেল লেভানডস্কির দল পোল্যান্ডের।
https://www.youtube.com/watch?v=StflVvN-4-k
হাড্ডাহাড্ডি লড়াইয়ের সব ভবিষ্যতবাণী যে এভাবে ভুল মিথ্যে হবে কে ভেবেছিল? ৭৫ মিনিটে কুয়াদ্রাদোর গোলের পরেই নিশ্চিত হয়ে যায় এবারের মতো শেষ হচ্ছে পোলিশদের বিশ্বকাপ যাত্রা।
অথছ লড়াইটা ছিলো অস্তিত্ব টিকিয়ে রাখার। কাজানে, সেই ম্যাচে শুরু থেকেই দাপট ল্যাতিনদের। ৪০ মিনিটে ডিফেন্ডার ইয়েরি মিনার হেডে ভাঙ্গে পোলিশ রক্ষণ।
কলম্বিয়ার পাসিং, আর গতির কাছে অসহায়ই হয়ে পড়ে পোল্যান্ড। দুর্দান্ত হোসে প্যাকারম্যানের শিষ্যরা ব্যবধান ২-০ করে রাদামেল ফ্যালকাওয়ের গোলে। শেষ পর্যন্ত জয়টা ৩-০ তে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথে কলম্বিয়ার শেষ বাধা সেনেগাল।