নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর গ্যালারিতে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা যে অঙ্গভঙ্গি করেছেন তাতে সমালোচনার ঝড় ওঠে বিশ্বব্যাপী। আর এই কারণেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ম্যারাডোনাকে। অথচ শনিবারই ফ্রান্সের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে আর্জেন্টিনা। গ্রুপে আর্জেন্টিনার তিনটি ম্যাচেই গ্যালারিতে হাজির ছিলেন কিংবদন্তি ফুটবলার।
এতদিন ফিফার অ্যাম্বাসাডর হিসেবে ছিলেন ম্যারাডোনা। নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা জিততেই আর নিজের মধ্যে থাকতে পারেন নি তিনি। বিশ্রী অঙ্গভঙ্গি করতে শুরু করেন। আর এই কারণেই হয়তো মারাডোনাকে আর পুরনো ভূমিকায় দেখা যাবে না। ফিফা শাস্তি দিচ্ছে তাকে।
নাইজেরিয়াকে হারাতেই মারাডোনা মধ্যমা দেখাতে শুরু করেন। সেই অশ্লীল ভঙ্গির ছবি ছড়িয়ে পড়ে বিশ্বের সমস্ত সংবাদমাধ্যমে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ভ্যানগার্ড’-এ প্রকাশিত প্রতিবেদনের দাবি, ফিফা মারাডোনাকে আর টাকা দেবে না। অ্যাম্বাসাডর হিসেবেও আর নাকি দেখা যাবে না তাকে। ফিফা এখনও তেমন কিছুই জানায় নি।