শেষ হলো ২০১৮ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। আসর থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে ১৬টি দল। অপেক্ষা এবার বাকী ১৬টি দল নিয়ে উত্তেজনাপূর্ণ নকআউট পর্বের লড়াইয়ের। বিশ্বকাপে আজ শুক্রবার কোনো খেলা নেই। আগামীকাল শনিবার থেকে শুরু হবে শেষ ষোলোর লড়াই। রাশিয়ায় সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছে শিরোপাধারী জার্মানি। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার লজ্জা নিয়ে দেশে ফেরে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। ৮ গ্রুপের শীর্ষ দুই দল দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটে। শেষ ষোলোতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘বি’ গ্রুপের রানার্সআপদের মুখোমুখি হবে। আবার ‘এ’ গ্রুপের দ্বিতীয় দলকে মোকাবিলা করবে ‘বি’ গ্রুপের শীর্ষস্থানধারী। গ্রুপ অনুযায়ী পর্যায়ক্রমে এভাবেই বাকি ম্যাচগুলো সাজানো হয়েছে।
নকআউট পর্বের সূচি ও লাইনআপ
নকআউট পর্বের সূচি
৩০ জুন ফ্রান্স বনাম আর্জেন্টিনা (রাত ৮টা) কাজান অ্যারেনা
৩০ জুন উরুগুয়ে বনাম পর্তুগাল (রাত ১২টা) ফিস্ট অলিম্পিক স্টেডিয়াম
০১ জুলাই স্পেন বনাম রাশিয়া (রাত ৮টা) লুঝনিকি স্টেডিয়াম
০১ জুলাই ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক (রাত ১২টা) নিঝনি নভগোরোদ স্টেডিয়াম
০২ জুলাই ব্রাজিল বনাম মেক্সিকো (রাত ৮টা) সামারা অ্যারেনা
০২ জুলাই বেলজিয়াম বনাম জাপান (রাত ১২টা) রোস্তভ অ্যারেনা
০৩ জুলাই সুইডেন বনাম সুইজারল্যান্ড (রাত ৮টা) সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম
০৩ জুলাই কলম্বিয়া বনাম ইংল্যান্ড (রাত ১২টা) স্পার্তাক স্টেডিয়াম
গ্রুপ পর্বের পরিসংখ্যান
সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন (ইংল্যান্ড) ৫,
রমেলু লুকাকু (বেলজিয়াম) ৪,
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) ৪
গ্রুপ পর্বে মোট গোল: ১২২টি
হলুদ কার্ড: ১৫৮টি
লাল কার্ড: ৩টি
মোট পাস: ৩৬,৩৪৯
ম্যাচ প্রতি গোল: ২.৫
ম্যাচ প্রতি হলুদ কার্ড: ৩.৪
ম্যাচ প্রতি লাল কার্ড: ০.০৬
ম্যাচ প্রতি পাস: ৭৫৭.৩
সর্বাধিক গোল: ৯ (বেলজিয়াম)
সর্বাধিক অ্যাটাক: ২৫২ (জার্মানি)
সর্বাধিক পাস : ২০৮৯ (স্পেন)
সর্বাধিক ট্যাকল: ১৪৯ (ইরান)
গোলপোস্টে সর্বাধিক শট: ১৭ (নেইমার, ব্রাজিল)
সর্বাধিক সফল পাস: ৩১০, টনি ক্রুস (জার্মানি)
সর্বাধিক সেভ: ১৭, গুইলার্মো ওচোয়া (মেক্সিকো)
ম্যাচে সর্বোচ্চ গোল: বেলজিয়াম ৫-২ তিউনিশিয়া
ম্যাচে সর্বোচ্চ শট: ৩১, বেলজিয়াম-তিউনিশিয়া
ম্যাচে সর্বাধিক কার্ড: ৮ হলুদ কার্ড, বেলজিয়াম-পানামা ম্যাচে
সর্বাধিক পাস: ৯৯৭, পর্তুগাল-স্পেন।