পায়ের ইনজুরি কাটিয়ে ব্রাজিলের অনুশীলনের প্রথম দিনেই দলের সঙ্গে যোগ দেন নেইমার। একটু একটু করে করছেন উন্নতিও। তবু তাকে নিয়ে শঙ্কায় আছেন ব্রাজিলের সমর্থকরা। হেক্সা জয়ের মিশনে নেইমার ফুল ফর্মে মাঠে নামতে পারবেন তো? এদিকে, আশার কথা শুনিয়েছেন ব্রাজিল দলের অন্যতম ভরসা ফার্নান্দিনহো। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার জানান, অনুশীলনে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন নেইমার।
গেল ফ্রেব্রুয়ারিতে পিএসজির হয়ে লিগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। মাঠের বাইরে ছিলেন প্রায় তিন মাসেরও বেশি। মার্চে অস্ত্রোপচারের পর থেকে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। দীর্ঘদিন মাঠে বাইরে থাকায় ফুল ফর্ম নিয়ে নেইমারের রাশিয়া বিশ্বকাপে ফেরা নিয়ে তৈরি হয় সংশয়। তবে ৩৩ বছর বয়সি ফার্নান্দিনহো জানান, ‘নেইমার যে ধরনের ইনজুরিতে পড়েছে তা একটু জটিলই। কারণ আমিও এ ধরণের ইনজুরিতে পড়েছিলাম। কিন্তু আপনি অনুশীলনে নেইমারের মুভমেন্টগুলো দেখবেন, তার অনুশীলনের পদ্ধতি দেখবেন সে খুবই ভালো করছে। আমি দেখেছি যে সে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ম্যানচেস্টার সিটির তারকা আরো বলেন, ‘সে খুবই দুঃসাহসী। সে মোটেও ভীত নয়। এটাই শতভাগ আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রথম ধাপ। এবং যত দ্রুত সম্ভব আমরা তাকে পুরোপুরি ফিট দেখতে চাই। বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচের আগেই।’

এদিকে নেইমার যে প্রতিদিনই উন্নতি করছেন তা জানিয়েছেন ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। তিনি জানিয়েছেন, ‘প্রতিদিন আমরা কথা বলি কারণ আমি সবসময় তাকে চ্যালেঞ্জ করি। প্রতিদিনই সে আরো দ্রুত, আরো ভালো করছে। তাকে ব্লক করা কঠিন হচ্ছে দিন দিন।’
রাশিয়া বিশ্বকাপে ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচ। তবে নেইমারের প্রথম লক্ষ্য রোববার অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি।