বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম জেলা। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে, প্রতিযোগিতার ফাইনালে মাদারীপুর জেলাকে ৫৮-৩৬ পয়েন্টে পরাজিত করে শিরোপা জেতে কুড়িগ্রাম।
ফাইনাল শেষে বিজয়ী দলকে ট্রফি ছাড়াও এক লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। আর রানার্সআপ মাদারীপুর পায় ৫০ হাজার টাকা। খেলা শেষে উভয় দলকে পুরস্কৃত করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান।