গেমস শুরুর আগেই পদক জয় নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কিশোরী বক্সার তাইলাহ রবার্টসন। ১৯ বছর বয়সী এই কিশোরী এবারের কমনওয়েলথ গেমসে ৫১ কেজি ওজন শ্রেণীতে লড়ছেন। এটি রবার্টসনের ক্যারিয়ারে প্রথম পদক জয়।
নারীদের ৫১ কেজিতে মাত্র নয় জন বক্সার নাম লেখায়। আর প্রথম ম্যাচেই ওয়াকওভার পান তাইলাহ। এদিকে, গেমসের রীতি অনুযায়ী সেমিফাইনালিস্টরা বোঞ্জ পদক পাবে। সেই হিসেবে বক্সিং করা তো দূরে থাক। বাতাসে একটা পাঞ্চ করার আগেই বোঞ্জ পদক জিতে নিলেন অস্ট্রেলিয়ার এই কিশোরী। তবে তার বাউটটি হওয়ার কথা ছিলো আগামীকাল বৃহস্পতিবার। কিন্তু লড়াই শুরুর আগেই ওয়াকওভার পান তিনি।
আজ বুধবার থেকে কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে শুরু হবে এবারের কমনওয়েলথ গেমস। শেষ হবে আগামী ১৫ এপ্রিল। এদিকে, তাইলাহ রবার্টসনের ট্রেইনার মার্ক ইভান্স বলেছেন, এখন আমাদের লক্ষ্য হলো বোঞ্জ পদকটাকে স্বর্নে পরিণত করা। তবে ধারণা করছি, এই কাজটা মোটেই সহজ হবে না।
অবশ্য গেমসে এখনও অংশ নেয়া না হলেও তাইলাহ রবার্টসন ইতোমধ্যেই আলোচনায় এসেছেন। গেমসে থাকা অবস্থায সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল ছবি তিনি আপলোড দিয়েছেন তা সবারই মনোযোগের কারণ হয়ে দাড়িয়েছে।