ব্যথাটা পেয়েছিলেন গত রোববার রাতেই। লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ে ব্যাথা পেয়েছিলেন নেইমার। আর এ ব্যথাই তাকে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পিএসজি তারকা নেইমারের। বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব পিএসজি।
ডান পায়ে ব্যাথা পাওয়ার পরে পরীক্ষা করে দেখা গেছে, নেইমারের পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। এর ফলে মাঠে ফিরতে আরো কিছুদিন সময় লাগবে তার। তবে সেটা কতদিনের তা নিশ্চিত করে জানায়নি পিএসজি। তবে, এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত এক মাস বা তার বেশি সময় লাগে।
এদিকে, সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। পিএসজির ঘরের মাঠে আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচ। আর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পোনে দু’টায়।