ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে, এনামুল হক ও অধিনায়ক নাসির হোসেন ফিফটিতে ২৫৯ রান করে আবাহনী।
দলের পক্ষে ৭৩ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন নাসির। এনামুল করেন ৬৩ রান। জবাবে ব্যাট করতে নেমে, মাশরাফি বিন মর্তুজা ও মেহেদী হাসান মিরাজের বোলিংয়ে খেঁই হারায় মোহামেডান। তাতে প্রায় ২০ ওভার আগেই অলআউট মোহামেডান। আবাহনীর বোলারদের মধ্যে মিরাজ ২৮ রানে ও মাশরাফি ৩৭ রানে ৩টি করে উইকেট নিয়ে মোহামেডানের ধ্বস নামান।
এদিকে ফতুল্লায়, শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৫৬ রানে পরাজিত করেছে প্রাইম দোলেশ^র স্পোর্টিং ক্লাব। আর বিকেএসপিতে, গাজী গ্রুপকে ৫ উইকেটে হারায় লিজেন্ডস অফ রূপগঞ্জ।