দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২৯ রানে হারিয়ে বিশ্বকাপ কাপ বাছাইপর্ব শুরু করলো আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে, আফগানিস্তান বড় স্কোর গড়ার লক্ষ্যে খলতে নেমে ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে প্রথমেই, ব্যাকফুটে দল। স্কোর ১০০ হবে কিনা তা নিয়েই ঘোর সংশয়। তারপর শামসুদ্দিন শেনওয়ারি আর গুলবাদিন নাইব নবম উইকেটে খেলার মোড় ঘুরিয়ে দিলেন। ৯১ রানের পার্টনারশিপ গড়লেন। শেষ পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ দাঁড়াল ৯ উইকেটে ১৬৩ রান।
কিন্তু যে প্রতিপক্ষ দলে ক্রিস গেইল আছেন, মারলন স্যামুয়েলস আছেন, ব্র্যাটওয়েট আছেন, তাদের সামনে এই রান তো মোটেই চ্যালেঞ্জিং নয়। কিন্তু আফগানিস্তানরা সেই লো স্কোরিং ম্যাচে বেশ বড় ব্যবধানে হারিয়ে দিলো। হারারেতে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার রাতে আফগানিস্তান জিতল ২৯ রানে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জয়ে ওয়েস্ট ইন্ডিজ টার্গেট পায় ৩৫ ওভারে ১৪০ রান। কিন্তু তাতেই বিপদে পড়ে যায় ক্যারিবিয়রা। ১১০ রানে অল আউট হয়ে যায় তারা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কের রান সংগ্রহ করেন। এর মধ্যে লুইস করেছেন ৩৬, আর স্যামুয়েলস ৩৪ রান। গেইল মাত্র ৯ রান করেন। আফগানিস্তানের দৌলত জারদান নেন ৪ উইকেট।