অস্ট্রেলিয়াকে হারিয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা পুনরুদ্ধার করলো ভারত। অস্ট্রেলিয়ার তরুণদের ৮ উইকেটে পরাজিত করে ভারতের যুবারা। সেই সাথে এই টুর্নামেন্টে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়লো তারা।
নিউজিল্যান্ডের ম্যাঙ্গানুইয়ে বে’ওভালে অস্ট্রেলিয়ার দেয়া ২১৭ রানের টার্গেটে খেলতে নেমে ৬৭ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে ২২০ রান জড়ো করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রানে অপরাজিত থাকেন মনজ্যোত কালরা। এছাড়া হারভিক দেসাই করেন ৪৭ রান।
এরআগে টস জিতে ব্যাট করতে নেমে ২১৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। জনাথন মেরলো সর্বোচ্চ ৭৬ রান করেন।