কুইন্সটাইনে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হেরে ষষ্ঠ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। পুরো টুর্নামেন্টের মতো বাংলাদেশের শেষটাও হলো ব্যাটিং ব্যর্থতায়। পুরো টুর্নামেন্টে ভালো খেলা আফিফ হোসেন উজ্জ্বল ছিলেন আবারও। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি জুনিয়র টাইগাররা।
১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক রেনার্ড ভ্যান টন্ডার্ডের ফিফটির সুবাদে ৬৯ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয় প্রোটিয়ারা। ভ্যান টন্ডার্ড ৮২ ও হারমান রলফ ৪৪ রানে অপরাজিত থাকেন।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ফ্রেজার জোন্স আর আখোনা নিয়াকার বোলিং তোপে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেনের ৬৩ আর শাকিল হোসেনের ৬১ রানে শেষ পর্যন্ত ১৭৮ রানের পুঁজি পায় টাইগার যুবারা। জোন্স ৫ ও নিয়াকা ৩ উইকেট নিয়ে ধস নামান বাংলাদেশের ইনিংসে। পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে হেরে যুব বিশ্বকাপে বাংলাদেশ হয়েছে ষষ্ঠ।