শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ৬ টেস্টের একটিতে জয় আর দুটিতে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এবারও সেই জয়টাই চাইছে বাংলাদেশ। তবে চ্যালেঞ্জ ছেড়ে দেবে লঙ্কানরা। দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে তেমনটাই বললেন।
তিনি জানান, প্রতিপক্ষের যে কোন ধরনের পরিকল্পনা মোকাবেলার প্রস্ততি তাদের আছে। আর বাংলাদেশের কোন পরিকল্পনাই তার ধারনার বাইরে নয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে নটায় শুরু হবে ম্যাচটি।