স্বাগতিক নিউজিল্যান্ডকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো আফগানিস্তান। সেই সঙ্গে ক্রিকেটবিশ্বকে হতবাকও করেছে আফগান তরুণরা। মূলত স্পিনের কাছেই ধরাশায়ী হয় কিউইরা।
ক্রাইস্টচার্চে টস জিতে আগে ব্যাট করতে নেমে শতরানের উদ্বোধনী জুটিতে বড় স্কোরের ভিত গড়ে আফগানরা। গুরবাজ ৬৯ ও জাদরান ৬৮ রান করে বিদায় নেয়ার পর বাহির শাহর অপরাজিত ৬৭ আর ওমারজাইর মাত্র ২৪ বলে ৬৬ রানের ইনিংস আফগানদের ৬ উইকেটে ৩০৯ রানের বিশাল সংগ্রহ এনে দেয়।
জবাবে মুজিব ও কাইস আহমেদের স্পিন বিষে মাত্র ২৮ ওভার ১ বলে ১০৭ রানে গুটিয়ে যায় কিউইরা। সর্বোচ্চ ৩৮ রান করেন ক্যাটেন ক্লার্ক। আফগানদের হয়ে মুজিব ও কাইস ৪টি করে উইকেট নিয়েছেন। আজমাতউল্লাহ ওমারজাই হন ম্যাচসেরা।