নিউজিল্যান্ডে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৬৬ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত বাংলাদেশ ২৯ রানের মধ্যে পিনাক ঘোষ ও অধিনায়ক সাইফ হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে।
তবে প্রথমে মোহাম্মদ নাইম ও পরে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন তৌহিদ হৃদয়। আফিফ ৫০ ও নাইম ৪৭ রান করলেও হৃদয়ের ব্যাট থেকে আসে ১২২ রান। ফয়সাল জামকান্দির ৫ উইকেট শিকারে ৮ উইকেট ২৬৪ রান তোলে বাংলাদেশ।
জবাবে আফিফ হোসেন ৫ উইকেট তুলে নিলে শুরু থেকেই বিপাকে পড়ে কানাডা। অধিনায়ক আর্সলান ৬৩ রান করলেও ১৯৮ রানেই গুটিয়ে যায় কানাডার ইনিংস।