শীর্ষ দল ম্যানচেস্টার সিটির জয়যাত্রা থামিয়ে দিলো পুচকে ক্রিস্টাল প্যালেস। নিজেদের মাঠ শেলহার্ট পার্কে তারা গোল শূণ্যভাবে ম্যাচ ড্র করেছে সিটিজেনদের সঙ্গে।
তবে ম্যাচ জয়ের চেয়ে খেলার শেষের দিকে পরাজয়ের শঙ্কায় পড়েছিলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। খেলার ইনজুরি টাইমে একটি পেনাল্টি পেয়েছিলো স্বাগতিক দল ক্রিস্টাল। কিন্তু লুকা মিলিভিজোভিকের স্পটকিক রুখে দিয়ে দলকে ঠিকই অপরাজেয় রাখেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এডারসন মোরেস।