চট্টগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইলো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সেই সঙ্গে প্রথম পর্বে চট্টগ্রাম আবাহনীর কাছে ১-০ গোলে পরাজয়ের প্রতিশোধও নিলো মাহবুব হোসেন রক্সির দল। আর শেখ জামালের কাছে হেরে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়লো চট্টগ্রাম আবাহনী।
আজ রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। নুরুল আবসারের ক্রস ডি বক্সের ভেতর পেয়ে আলি হোসেন শট নেওয়ার পর প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লাগে। ফিরতি শটে লক্ষ্যভেদ করেন রাফায়েল ওডোইন। নাইজেরিয়ান এই ফরোয়ার্ডের এটি ১৫তম গোল।
৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। এলিসন উডোকা ব্যাক হেড করে বল গোলরক্ষকের হাতে দিতে চেয়েছিলেন। কিন্তু দুর্বল হেডে বল চলে যায় মোমোদু বাহর পায়ে। বাঁ দিক থেকে গাম্বিয়ার এই ফরোয়ার্ডের বাড়ানো ছোট পাস নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তারই স্বদেশী সলোমন কিং।
৬১ মিনিটে ম্যাচে ফেরা গোল পায় চট্টগ্রামের দলটি। বাঁ দিক থেকে জাহিদ হোসেনের বাঁকানো কর্নারে গোলরক্ষক লাফিয়ে উঠলেও ঠিকঠাক ফিস্ট করতে পারেননি। অ্যালিসন উডোকার হেড গোলরক্ষক মোহাম্মদ নাইমের গ্লাভস হয়ে জালে জড়ায়।
তবে ৭৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় শেখ জামাল। আলি হোসেনের থ্রো ইনে এক ডিফেন্ডার হেড করার পর ডি বক্সের ভেতরে বল পেয়ে যান জাভেদ খান। বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
এই জয়ে ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।