চট্টগ্রাম পর্বের খেলা শেষে আজ থেকে আবার ঢাকায় শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। এবারকার আসরের শেষ পর্যায়ের খেলা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাইভোল্টেজ এই ম্যাচটি দুপুর ১টা থেকে শুরু হবে। অপর ম্যাচে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস ও রাহশাহী কিংস।
৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা। ইতিমধ্যে তারা শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে তারকাবহুল দল নিয়ে এখনো শেষ চার নিশ্চিত হয়নি রংপুরের। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। শেষ চারে যাওয়ার পথে আজকের ম্যাচটি তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ।
অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করতে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে রংপুরে রয়েছে তারকার ছড়াছড়ি। তার উপর মাশরাফির অসাধারণ নেতৃত্ব। কিন্তু বিপিএলের শুরু থেকে এখনো তারা তাদের সেরাটা দিতে পারেনি। তাদের কাছ থেকে ভক্ত-সমর্থকরা যেরকম পারফরম্যান্স প্রত্যাশা করেছিল তার ধারের কাছেও যেতে পারেনি রংপুর।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে প্রথম লেগে ১৪ রানে হেরেছিল মাশরাফি বাহিনী। ১৫৩ রান করেও গেইল-ম্যাককালামদের রংপুরকে বেধে রেখেছিল ১৩৯ রানের মধ্যে। সে কারণে এই ম্যাচটি নিয়ে যথেষ্ট সতর্ক রংপুর শিবির।