লাইবেরিয়ার ২৫তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড় জর্জ উয়াহ। এবারের নির্বাচনে তার দলের জয়ের সম্ভাবনা প্রবল করে দেখা দিয়েছে। অবশ্য
২০০৫ সালেও একবার নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন উয়াহ।
১৯৯৫ সালে পাওলো মালদদিনি আর জার্গেন ক্লিন্সম্যানকে হারিয়ে একমাত্র আফ্রিকান খেলোয়াড় হিসেবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার এবং ব্যালন ডি’অর জেতা জর্জ উয়াহ এবার জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার ভার্জিনিয়া প্রদেশের নির্বাচনে উয়াহ’র দলের ৭২ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জোসেফ বোয়াকাই ১৫টি আসনের মধ্যে ১২টিতেই জয় পেয়েছেন।
ইতোমধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সবার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। জানান, `আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, লাইবেরিয়ার মানুষ ভোট দিয়ে আমাকে সম্মানিত করেছে। তারা একটি মহান আশায় বুক বেধেছে। আমি, আমার পরিবার, আমার বন্ধু এবং সমর্থকদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞ তাদের প্রতিও যারা এই অত্যন্ত দীর্ঘ নির্বাচনের সময় আমাদের প্রচারে অবদান রেখেছেন। আসুন আমরা সবাই মিলে দেশের ইতিহাসে অবদান রাখি। ভবিষ্যত প্রজন্মের জন্য ভালো কিছু তৈরি করে যাওয়ার কীর্তি গড়ি’।
তবে জাতীয় নির্বাচন কমিশন-এনইসি আনুষ্ঠানিকভাবে এখনও তাদের কোনো ভাষ্য দেয়নি। তবে ওয়েবসাইটে জানিয়েছে আজ বৃহস্পতিবার ২০১৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করা শুরু করবে।