আর্জেন্টিনার দল নিয়ে ম্যারাডোনার সমালোচনার জবাব দিয়েছেন প্রধান কোচ জর্জ সাম্পাওলি। ২০১৪ সালের রানার্সআপরা ২০১৮ সালের শিরোপা অভিযানের সঠিক পথেই আছে বলে জানান তিনি। সাম্পাওলি জানান, ২০১৮ বিশ্বকাপে আরও বেশি শক্তিশালি এক আর্জেন্টিনাকে দেখা যাবে।
গতকাল শুক্রবার বিশ্বকাপের ড্রতে আর্জেন্টিনার সঙ্গে `ডি’ গ্রুপে আছে ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া। ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে খুব ভালো পারফর্ম করতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই গত জুন মাস থেকে দলের প্রধান কোচের দায়িত্বে থাকা জর্জ সাম্পাওলির সমালোচনা করেন দিয়েগো ম্যারাডোনা। তিনি বলেন, সেভিয়ার সাবেক কোচ জর্জ সাম্পাওলি আলবেসেলেস্তেদের পথের দিশারী হয়ে উঠতে ব্যর্থ হয়েছেন।