প্রতিযোগিতা শুরুর এক বছর আগে বিশ্বকাপ হকির মাসকট উন্মোচন করলো আয়োজক ভারত। বুধবার ভারতের উড়িষ্যার রাজ্য সরকার ২০১৮ সালের বিশ্বকাপ হকির মাসকট উন্মোচন এবং কাউন্টডাউন অনুষ্ঠানের আয়োজন করে। মাসকটের নাম রাখা হয়েছে ওলি।
বিশ্বকাপের ১৪তম আসরটি হবে ভূবনেশ্বরে, আগামী বছরের ২৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্বসেরা ১৬টি দল মাঠে নামবে শিরোপা লড়াইয়ে। স্বাগতিক ভারত ছাড়াও অন্য দলগুলো হলো- ইংল্যান্ড, মালয়েশিয়া, কানাডা, পাকিস্তান, চীন, বেলজিয়াম, জার্মানি, নিউজিল্যান্ড, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।