এবার হাই প্রোফাইল কোচের সন্ধানে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। হাথুরুসিংহে অধ্যায় শেষ, এটা মেনেই নিয়েছে বিসিবি। এখন চলছে ‘হাই প্রোফাইল’ একজন নতুন কোচের সন্ধান।
গত দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠান বাংলাদেশ কোচ হাথুরুসিংহে। সফর শেষের পর থেকেই তার ফেরার অপেক্ষায় আছে বোর্ড। তবে হাথুরুসিংহে ফেরেননি। লঙ্কান গণমাধ্যমের খবর, বাংলাদেশ কোচ দায়িত্ব নিতে যাচ্ছেন শ্রীলঙ্কার। হাথুরুসিংহের মনোভাব বুঝতে পেরে নতুন কোচ খোঁজা শুরু করেছে বিসিবি।
জানুয়ারির প্রথম সপ্তাহেই আবার শুরু হয়ে যাবে জাতীয় দলের ব্যস্ত সময়। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজও আছে শ্রীলঙ্কার বিপক্ষে। বিসিবি চেষ্টা করছে, শ্রীলঙ্কা সিরিজের আগেই নতুন কোচ আনতে। বোর্ড সভাপতি বলেছেন, যদি আমরা শ্রীলঙ্কা সিরিজের আগে বিদেশি কোচ না পাই, তাহলে অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দিতে হবে। এরপরেও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যেন শ্রীলঙ্কা সিরিজের আগেই একজনকে জাতীয় দলের দায়িত্ব দিতে পারি।