র্বাসেলোনায় থাকছেন না নেইমার। ক্লাব কতৃপক্ষ জানিয়েছে, এই ব্রাজিলিয়ান তালিসমান র্বাসেলোনার সতীর্থদের জানিয়েছেন যে তিনি কাতালানদের ঘরে আর থাকছেন না। চলে যাচ্ছেন প্যারিস সেন্ট র্জামেইয়ে।
বিজ্ঞাপনের কাজ সেরে চীন থেকে র্বাসেলোনায় ফিরে আসলেও, পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারটি তিনি নিশ্চত করেছেন।
এদিকে, র্বাসেলোনা তাদের অফিসিয়াল পেইজে টুইট করেছে যে, এই মৌসুমে তারা নেইমারকে মিস করার বিষয়টি কোচ আর্নেস্টো ভালভরদেকে জানিয়ে দিয়েছে।
- বার্সার পরাজয়ের দিনে মেসির লাল কার্ড
- আইসিসি’র দশক সেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন সাকিব
- নারী টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি ডিভাইনের
- প্যারিস সেন্ট জার্মেই চ্যাম্পিয়ন
- কামব্যাক সিরিজ মিরাজের
- অসম্ভব টার্গেটের পেছনে ভারত
- বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ সম্প্রচার টি স্পোর্টস ও নাগরিক টিভিতে
- শ্রীলংকায় টানা চতুর্থ টেস্ট জয় ইংল্যান্ডের
- সুপার কাপ জিতল বিলবাও
- কোয়ারেন্টাইনে আরো ২৫ জন
- জয় থেকে ৩৬ রান দূরে ইংল্যান্ড
- ওয়ানডে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ
- টাইটেল স্পন্সর লাভেলো আইসক্রিম
- ৮ উইকেটে জিতল তামিমের দল
- বেসের ঘুর্ণিতে ১৩৫ রানে আউট শ্রীলংকা
