সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বার্সা তাদের অফিশিয়াল টুইটারে তাকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পিএসজির জার্সিতে পরিচিতি পর্বে অংশ নিতে খুব শিগগিরই প্যারিসে পাড়ি জমাবেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার।
অবশেষে বার্সেলোনাকে বিদায় জানালেন ব্রাজিলিয়ান সেনশেসন নেইমার। বুধবার নিজের শেষ অনুশীলনে মাত্র ৪০ মিনিট সময় কাটিয়ে কাতালান ক্লাব ছাড়েন তিনি। নিজের কাজ গুছিয়ে নিতে কোচের কাছ থেকে অনুশীলন ছাড়ার অনুমতিও পান। নতুন গন্তব্য ফ্রান্সে যাওয়ার আাগে সতীর্থদের কাছ থেকে বিদায়ও নেন এই স্ট্রাইকার।
২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়ে একশরও বেশি গোল করেছেন। কাতালান কাবটির হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি শিরোপা জিতেন নেইমার। এমন এক স্ট্রাইকারকে দলে পেতে মুখিয়ে ছিলো ফরাসি ক্লাবটি।
তবে এর জন্য উদার মনে খরচ করতে হয়েছে পিএসজি কাব কর্তৃপকে। ২২২ মিলিয়ন ইউরো বাংলাদেশের হিসেবে প্রায় ২ হাজার ১৩০ কোটি টাকা। শক্তিশালী দল গড়তে এরই মধ্যে লোকসানের মধ্যে আছে ফরাসি কাবটি। নেইমারকে দলে ভেড়াতে আর্থিকভাবে হয়ত আরও বেশী চাপের মুখে পড়বে কাবটি।
কিংবদন্তি ফুটবলার পেলের পর ২০১১ সালে সান্তোসকে কোপা লিবার্তোদোরেসের শিরোপা জিতিছেন নেইমার। ব্রাজিলকে এনে দিয়েছেন অধরা হয়ে থাকা অলিম্পিকের সোনার মেডেল। গত চার বছরে বার্সেলোনাকে আটটি শিরোপা এনে দিতে তার অবদানও অনেক বেশি। এবার পাড়ি জমালেন ফ্রান্সে। পিএসজি হয়ত মুখিয়ে আছে তাদেরকে দুহাত উজাড় করে দেবেন নেইমার।