ইতোমধ্যেই নেইমারের বার্সেলোনা ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজির সঙ্গে আনুষ্ঠানিত চুক্তি হবে। নেইমার কেন পিএসজিতে যাচ্ছেন, সেখানে গেলে তার কী লাভ?
পিএসজিতে নেইমারের বেতন
বৃটিশ মিডিয়া জানাচ্ছে, নেইমার পিএসজিতে যোগ দিলে শুধু বেতন হিসেবে বছরে পাবেন ৩০ মিলিয়ন ইউরো। কর বাদ দিয়েই এই পরিমাণ অর্থ পকেটে যাবে তার। বার্সেলোনা থেকে বর্তমানে বছরে তার বেতন ৯.১৮ মিলিয়ন ইউরো। যেখানে লিওনেল মেসির বেতন ৪০ মিলিয়ন ইউরো। এছাড়া পিএসজিতে গেলে নেইমারের বাবা যিনি তার এজেন্ট হিসেবে কাজ করেন- একবারে পাবেন ৪০ মিলিয়ন ইউরো।
বার্সেলোনাকে পিএসজি
সবশেষ গত বছর বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেন নেইমার। তখন তার রিলিজ ক্লজ ছিল ২২২ মিলিয়ন ইউরো। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নেইমারকে কোনো ক্লাব নিতে চাইলে এই পরিমান অর্থ দিতে হবে। চুক্তি অনুযায়ী বার্সেলোনাকে ২২২ মিলিয়ন ইউরো দেবে পিএসজি। এছাড়া এখানে ট্রান্সফার ট্যাক্স বলে একটা বিষয় আছে। তার জন্য পিএসজিকে গুণতে হবে ১০০ থেকে ১২০ মিলিয়ন ইউরোর মধ্যের কোনো একটি পরিমাণ।
যে কারণে পিএসজিতে নেইমার
২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে স্পেনের ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার। শুরু থেকেই তিনি দুর্দান্ত খেলছেন। কিন্তু সব সময় লিওনেল মেসির ছায়ায় ঢেকে যান তিনি। কয়েক বছর পর মেসির দাপট শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছিল। তখন বার্সেলোনার সব আলো গিয়ে নেইমারের ওপর পড়বে বলে একটা ধারণা ছিল। নেইমার সেটাই মনে করতেন। কিন্তু লিওলেন মেসি এখনও অসাধারণ দুর্দান্ত। তার ছায়া থেকে বের হতে পারছেন না নেইমার। এমন মেসির ছায়ায় থেকে গেলে নেইমারের বিশ্বসেরা হওয়াটা অসম্ভব হয়ে পড়বে। নেইমার ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি অ’র জিততে চান। কিন্তু বারবার মেসির ছায়ায় ঢাকা পড়ছেন তিনি। অন্যদিকে পিএজজি একটি উচ্চাকাঙ্ক্ষি ক্লাব। তারা ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছেন। অর্থ তাদের কাছে কোনো ব্যাপার নয়। নেইমারের মতো খেলোয়াড় দলে ভেড়ালে তাদের স্বপ্ন পূরণের পথ সহজ হতে পারে। নেইমারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন। এর বাইরে অর্থের একটা ব্যাপার তো রয়েছেই। কারণ, নেইমার বার্সেলোনায় এখন বছরে যে বেতন পান পিএসজিতে গেলে তারচেয়ে প্রায় তিনগুন বেশি বেতন পাবেন।

কয় বছরের চুক্তি?
নেইমারের সঙ্গে পিএসজি পাঁচ বছরের চুক্তি করবে বলে জানাচ্ছে বৃটিশ মিডিয়া। এতে ব্রাজিলের এ স্ট্রাইকার পিএসজিতে ২০২২ সাল পর্যন্ত থাকবেন। তখন তার বয়স হবে ৩০ বছর।