দায়িত্ব নেয়ার মাস দুয়েকের মধ্যেই আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার সুখবরটি দিয়েছিলেন বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু। গতকাল আরেকটি সুখবর দিলেন তিনি। সুখবরটি হলো বন্ধ থাকা বাৎসরিক অনুদান নতুন করে পাচ্ছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন মঙ্গলবার লন্ডনে আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। লন্ডন থেকে এ তথ্য জানান তিনি।
বেশ কিছুদিন ধরে আইএএএফের (আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন) সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের। ২০১৬ সালের ৩১শে মার্চের মধ্যে আন্তর্জাতিক অ্যাথলেটিকসের অভিভাবক সংস্থাটির কাছে আগের বছরের বার্ষিক প্রতিবেদন পাঠানোর কথা ছিল। গত বছরের ৩রা মে ছিল এই প্রতিবেদন পাঠানোর শেষ সময়সীমা। কিন্তু ওই প্রতিবেদন না পেয়ে আইএএএফ থেকে বারবার যোগাযোগ করা হয় বাংলাদেশের সঙ্গে। এরপরও সাড়া দেননি ওই সময়ের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের মে মাসে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ওপর নেমে আসে আইএএএফের নিষেধাজ্ঞা। বৈশ্বিক সিরিজে অ্যাথলেট পাঠানো বাবদ আইএএএফ যে আর্থিক অনুদান দিত, সেটি বন্ধ হয়ে যায়। গত মার্চে অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েই এই নিষেধাজ্ঞা ওঠানোর ব্যাপারে তোড়জোড় শুরু করে। তাদের যোগাযোগের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা উঠে যায় বাংলাদেশের। মঙ্গলবার আইএএএফ’র কংগ্রেস সভায় বন্ধ থাকা বাৎসরিক অনুদান নতুন করে পাচ্ছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন।