এসেক্সের হয়ে প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি তামিম ইকবাল। উদ্বোধনী এই ব্যাটসম্যানের ব্যর্থতার দিনে টি-টোয়েন্টি ব্লাস্টে কেন্টের কাছে ৭ উইকেটে হেরেছে তার দল।
কেন্ট কাউন্টি ক্রিকেট মাঠে রোববার টস জিতে ব্যাট করতে নেমে, ৮ উইকেটে ১৬৬ রান করে এসেক্স। জবাবে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
সিঙ্গেল নিয়ে শুরু করা তামিম পরের চার বলে রান পাননি। চতুর্থ ওভারে অ্যাডাম মিল্নকে ছক্কা হাঁকিয়ে চাপটা সরিয়ে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। নিউ জিল্যান্ডের পেসারের পরের বলেই ফিরেন বোল্ড হয়ে।
বরুন চোপড়ার ৪৭, রবি বোপারার ৪৫ আর অধিনায়ক রায়ান টেন ডেসকাটের ৩৮ রানের ওপর ভর করে লড়াইয়ের পুঁজি গড়ে এসেক্স।
৩৭ রানে ৩ উইকেট নেন কেন্টের জিমি নিশাম। মিল্ন ২ উইকেট নেন ২৪ রানে।
ড্যানিয়েল বেল-ড্রামন্ডের অপরাজিত ৯০ রানের ওপর ভর করে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় কেন্ট।
দুই ম্যাচ খেলে দুটিতেই হারা এসেক্স আগামী বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে খেলবে সমারসেটের বিপক্ষে।
- টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- টেস্টে পরাজয়ের সেঞ্চুরি বাংলাদেশের
- বাংলাদেশের নারীদের মালয়েশিয়া জয়
- কাল আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ
- মোহামেডানকে উড়িয়ে দিয়ে আবাহনীর জয়
- রুদ্ধশ্বাস ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারাল ভারত
- হোম টেস্টের পরাজয় ঠেকানোর লক্ষ্য সাকিবের
- মাহমুদুল্লারা ওয়েস্ট ইন্ডিজ যাবেন কাল
- ডাবল সেঞ্চুরির পথে বাংলাদেশ
- আরও চার ধাপ পেছালো বাংলাদেশ ফুটবল
- টেস্ট র্যাংকিংয়ে সাকিবের উন্নতি
- দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ
- দ্বিতীয় টেস্টের দলে শরিফুল
- দলের ব্যাটিং নিয়ে চিন্তিত সাকিব
- ম্যাচ জয়ে ও.ইন্ডিজের প্রয়োজন ৩৫ রান আর বাংলাদেশের ৭ উইকেট
