উইম্বলডন ওপেনে রজার ফেদেরার এবং মারিন সিলিচের মধ্যকার পুরুষ একেকর ফাইনাল খেলাটি স্বামী প্রিন্স উইলিয়ামকে নিয়ে দেখতে গেছেন ইংলিম রাজ পরিবারের সদস্য কেট মিডেলটন। অবশ্য তিনি অল ইংল্যান্ড টেনিস ক্লাবে পৃষ্ঠপোষকও।
কেট মিডেলটনের ছোটো বোন পিপা মিডেলটনও সঙ্গী হন। তারা রয়েল বক্সে বসে খেলা উপভোগ করেন। তবে পিপা বসেছিলেন, রয়েল বক্সের বাইরে।
