আজ (রবিবার) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নর্দান টেরিটোরি। তবে তাদের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে বিসিবি এইচপি’র বোলাররা। মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স গ্রেগরি।
বাংলাদেশের পেসার আবু হায়দার রনি, আবুল হাসান রাজু ও এবাদত হোসেন তিনজনে মিলে নিয়েছেন ৮ টি উইকেট। রনি মাত্র ২২ রানে নেন ৪ উইকেট। আরেক পেসার এবাদত হোসেন ১৮ রানে এবং আবুল হোসেন রাজু ২৯ রানে নিয়েছেন ২ টি করে উইকেট।
উল্লেখ্য, ইতিমধ্যে সিরিজে ৩-০ তে এগিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাই পারফরম্যান্স দল।