টেনিসের পেশাদার জগতে প্রবেশটা মোটেই সুখের হলো না, ইটালিয়ান ফুটবল গ্রেট পাওলো মালদিনির। নিজ শহর মিলানে, এটিপি চ্যালেঞ্জার টুর্নামেন্টের ডাবলসে হেরে বিদায় নেন তিনি। ৪৯ বছর বয়সী ইটালির এই সাবেক তারকা ডিফেন্ডার ওয়াইল্ড কার্ড নিয়ে টুর্নামেন্টে জায়গা করে নেন। মূল টুর্নামেন্ট থেকে এক লেবেল নিচের এই এটিপি চ্যালেঞ্জারে মালদিনির পার্টনার ছিলেন তারই কোচ স্টেফানো ল্যান্ডোনিও।
এই জুটি পোল্যান্ডের টমাস বেডনারেক ও ডাচ ডেভিড পেল-এর বিপক্ষে কোনো সুবিধাই করতে পারেন নি। ৪২ মিনিটের এক লড়াইয়ে পরাজিত হল মালদিনি-ল্যান্ডোনিও জুটি ৬-১ ও ৬-১ গেমে। তাতে পেশাদার টেনিস ক্যারিয়ারের প্রথম ম্যাচেই পরাজয় দিয়ে মাঠ ছাড়েন মালদিনি।