মার্সেল-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবলে গ্রুপের শেষ ম্যাচে ড্র করলো এটিএন বাংলা। এদিকে, টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে। বিটিভি, এসএ টিভি, চ্যানেল আই ও বৈশাখী টিভি। প্রতিযোগিতার তৃতীয় দিনে হ্যান্ডবল স্টেডিয়ামে, প্রথম ম্যাচে বিটিভি ২-০ গোলে রাইজিংবিডিকে হারিয়ে শেষ আটে ওঠে। বিজয়ী দলের সাগর ম্যাচ সেরার পুরস্কার পান। দ্বিতীয় ম্যাচে, দারুণ ক্রীড়া নৈপুন্য দেখালেও, ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি এটিএন বাংলা। বারবার হানা দেয় তারা প্রতিপক্ষের সীমানায়। শেষ পর্যন্ত, এটিএন বাংলা গোলশূন্য ড্র করে নিউজবাংলাদেশের সঙ্গে। এটিএন বাংলার কামরুজ্জামান রাজিব ম্যাচ সেরার পুরস্কার জেতেন। এদিকে, কামরুল হাসানের হ্যাটট্রিকে দৈনিক ইনকিলাব ৩-০ গোলে হারায় জিটিভিকে। বিজয়ী দলের কামরুল ম্যাচসেরার পুরস্কার পান। আর চ্যানেল আই ১-০ গোলের জয় পায় বিডিনিউজের বিপক্ষে। এ জয়ে তারা নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। বিজয়ী দলের মাসুম ম্যাচসেরা হন। পঞ্চম ম্যাচে এসএ টিভি ৩-০ গোলে যমুনা টিভিকে হারিয়ে শেষ আটে উঠে। এসএ টিভির বাবু ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার পান। দিনের শেষ ম্যাচে জাহিদের হ্যাটট্রিকে বৈশাখী টিভি ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় ডেইলি স্টারকে। ফলে তাদেরও জায়গা হয় কোয়ার্টার ফাইনালে। বৈশাখীর জাহিদ ম্যাচসেরা নির্বাচিত হন।
- ২৫৭ রানের টার্গেট জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ের জয়ের টার্গেট ২৯১ রান
- টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিঁটকে গেলেন লিটন
- তামিম এখন আট হাজারে
- লংকান ১০ ক্রীড়াবিদের পলায়ন
- ৪-১ এ সিরিজ জিতলো ভারত
- বড় জয়ে লিগ শুরু বায়ার্নের
- বড় স্কোর গড়েও হার বাংলাদেশের
- শুরুতেই জয় চান তামিম
- লিজেন্ডস লিগে মাশরাফি
- ওয়ানডে সিরিজ জিতলো ভারত
- ওয়ার্নের বাড়ি বিক্রি
- ম্যাথুজের শততম টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৩১৫ রান শ্রীলংকার
- দল হিসেবে খেলার লক্ষ্য থাকবে: নূরুল হাসান সোহান
