৩৭তম জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপস ওপেন ও বালিকা বিভাগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। ওপেন বিভাগে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১৫ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ গতবারের জুনিয়র চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, জাতীয় খেলোয়াড় পাবনার ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম, ময়মনসিংহের সুব্রত বিশ^াস, অনতা চৌধুরী, সিরাজগঞ্জের মোঃ নাঈম হক, চট্টগ্রামের আকিব জাওয়াদ, তাহসিন তাজওয়ার জিয়া ও সর্নোভা চৌধুরী, আব্দুল্লাহ আল রাইসন, মোঃ সোহেল হাওলাদার, আব্দুল্লাহ আল মুহিত, রাজশাহীর ইনকিয়াদ হোসেন অর্নব, নাটোরের কৌশিক চৌধুরী, নারায়ণগঞ্জের মনন রেজা নীর ও ঠাকুরগাঁও এর মোঃ রিসান। বালিকা বিভাগে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ৮জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। বগুড়ার প্রতিভা তালুকদার, নারায়ণগঞ্জের ফাতেমা-তুজ-জোহরা শ্রাবনী, তানজিনা আক্তার তানি, নারায়ণগঞ্জের মোছাম্মৎ ঝর্না বেগম, সাব-জুনিয়র বালিকা চ্যাম্পিয়ন নরসিংদীর নোশিন আঞ্জুম, জান্নাতুল ফেরদৌস, আহমেদ ওয়ালিজা ও বরিশালের শ্রাবনী আক্তার জেরিন। দ্বিতীয় রাউন্ডের খেলায় ওপেন বিভাগে সিয়াম আসিফকে, ফাহাদ অমিতকে,সুব্রত ইফতিকে, অনতা আরিফকে, নাইম সুরত আলমকে, আকিব তাইফকে, তাহসিন দিহানকে, রাইসন শাহিদকে, সর্নভো মাহাথিরকে, সোহেল শফিকুলকে, মুহিত সাইফকে, রিসান সুবিনকে, অর্নব আকিফকে, কৌশিক মোহনকে এবং নীর মুহতাদিকে পরাজিত করেন। বালিকা বিভাগে প্রতিভা সামিয়াকে, শ্রাবনী সওরীকে, তানি প্রিতিশাকে, ঝর্না আলোকে, জান্নাত সানজিদাকে, নোশিন রুমাইসাকে, ওয়ালিজা ওয়াদিফাকে ও জেরীন মনিকে পরাজিত করে।
- ম্যাচ বাড়লো নারী ক্রিকেটারদের
- ভারতের ফুটবলকে নিষিদ্ধ করলো ফিফা
- স্বর্ন জয়ের হাতছানি বাংলাদেশের
- সাকিবই বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক
- সাকিবের সঙ্গে পাপনের বৈঠক আজ
- বৃহস্পতিবার থেকে শুরু জাতীয় নারী ক্রিকেট লিগ
- রেকর্ড গড়েও পদকবিহীন সোহাইবা
- ডি মারিয়ার অভিষেক ম্যাচে জুভেন্টাসের জয়
- আলমেরিয়াকে হারাতে ঘাম ঝরলো রিয়ালের
- গাপটিলের রেকর্ডের ম্যাচে কিউইদের পরাজয়
- ২৫৭ রানের টার্গেট জিম্বাবুয়ের
- ৪-১ এ সিরিজ জিতলো ভারত
- জিম্বাবুয়ের জয়ের টার্গেট ২৯১ রান
- টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জিম্বাবুয়ের
- বড় স্কোর গড়েও হার বাংলাদেশের
