ঘরের মাটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। মাত্রই শেষ হওয়া ইংল্যান্ড সফরের স্কোয়াড থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। অ্যান্ডি ম্যাকব্রাইনের জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ত্রিশ বছর বয়সী অলরাউন্ডার সিমি সিং। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য পাঞ্জাবে জন্ম নেওয়া সিমি সিং আয়ারল্যান্ডে পাড়ি জমান। গত মাসেই আইরিশ নাগরিকত্ব পাওয়ার মধ্য দিয়ে অবশেষে তার স্বপ্নপূরণ হতে চলেছে। কোচ জন ব্রেসওয়েলের চোখে সিমি সিংয়ের অসাধারণ দক্ষতাই তাকে আইরিশ টিমে সুযোগ দিয়েছে। আগামী ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। ডাবলিনে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল পোনে চারটা থেকে। ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি (১ জুন শুরু) সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের ট্রেনিং ক্যাম্প শেষে বর্তমানে আয়ারল্যান্ডে অবস্থান করছে টাইগাররা। আয়ারল্যান্ড স্কোয়াড : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, পিটার চেজ, জর্জ ডকরেল এড জয়েস, টিম মার্টাগ, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়েন, নায়াল ও’ব্রায়েন, সিমি সিং, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন ও গ্যারি উইলসন।
- ২৫৭ রানের টার্গেট জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ের জয়ের টার্গেট ২৯১ রান
- টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিঁটকে গেলেন লিটন
- তামিম এখন আট হাজারে
- লংকান ১০ ক্রীড়াবিদের পলায়ন
- ৪-১ এ সিরিজ জিতলো ভারত
- বড় জয়ে লিগ শুরু বায়ার্নের
- বড় স্কোর গড়েও হার বাংলাদেশের
- শুরুতেই জয় চান তামিম
- লিজেন্ডস লিগে মাশরাফি
- ওয়ানডে সিরিজ জিতলো ভারত
- ওয়ার্নের বাড়ি বিক্রি
- ম্যাথুজের শততম টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৩১৫ রান শ্রীলংকার
- দল হিসেবে খেলার লক্ষ্য থাকবে: নূরুল হাসান সোহান
