আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ আসর। শুক্রবার মাহবুবুল আনামের তত্ত্বাবধানে প্লেয়ার বাই চয়েজ অনুষ্ঠিত হয়। প্রথমে খুলনা টাইটানসের কর্ণধার কাজী ইনাম আহমেদ খেলোয়াড় পছন্দের সুযোগ পান। প্রথম ডাকে তিনি মোশাররফ হোসেন রুবেলকে দলভুক্ত করেন। দ্বিতীয় ডাকে রাজশাহী কিংস নুরুল হাসান সোহান ও মেহেদি হাসানকে দলে ভেড়ান। পরবর্তীতে খুলনা পেসার শফিউল ইসলামকে তালিকাভুক্ত করে।
এর আগে পুরনো পাঁচ দল ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও বরিশাল বুলস দুই জন করে খেলোয়াড় রেখে দেওয়ার সুযোগ পায়। ইতিমধ্যেই পাঁচটি দল দুই জন করে খেলোয়াড় রেখে দিয়েছে। ঢাকা রেখে দিচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসির হোসেনকে, চট্টগ্রাম তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়কে, রংপুর আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনকে, কুমিল্লা ইমরুল কায়েস ও লিটন দাসকে এবং বরিশাল আল আমিন হোসেন ও তাইজুল ইসলামকে।
ঢাকা ডায়নামাইটস : মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন।
খুলনা টাইটানস : মোশারফ হোসেন রুবেল, শফিউল ইসলাম।
বরিশাল বুলস : আল আমিন হোসেন ও তাইজুল ইসলাম।
রংপুর রাইডার্স : আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুন।
কুমিল্লা ভিক্টোরিয়ানস : ইমরুল কায়েস ও লিটন কুমার দাস।
রাজশাহী কিংস : নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ।
চিটাগং ভাইকিংস : তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়।
- বাংলাদেশর বিপক্ষ বড় সংগ্রহের পথে শ্রীলংকা
- সাইমন্ডসের মহাপ্রয়াণ
- এফএ কাপ জিতল লিভারপুল
- চট্টগ্রাম টেস্টে খলবেন সাকিব
- ১১ বছর পর চ্যাম্পিয়ন ইন্টার মিলান
- ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ ম্যাককালাম
- শিরোপার আরও কাছে ম্যানচেস্টার সিটি
- শ্রীলংকা দল এখন ঢাকায়
- কাল চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল
- জয়ে শুরু বাংলাদেশের
- ‘ফেয়ারব্রেক’ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জাহানারা-রুমানা
- অনন্য উচ্চতায় তামিম
- ডিপিএলে শেখ জামাল চ্যাম্পিয়ন
- ডিপিএলে এনামুলের হাজার রান
- ডিপিএলে বিজয়ের রেকর্ড
