আফগানিস্তানের বিপে প্রথম ওয়ানডেতে কঠিন প্রতিরোধে পড়ে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেই যায় তারা। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই খেলবে বাংলাদেশ। আগের ম্যাচকে একটি খারাপ দিন হিসেবে নিয়ে নিজেদের সেরা খেলায় ফিরতে চান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আত্মবিশ্বাস আছে, আর আত্মবিশ্বাস নিয়েই খেলতে হবে। আমার কাছে মনে হয় না আমরা এতদিন যে কাজগুলো করে এসেছি, যে সাফল্য গুলো পেয়ে এসেছি তা একদিনের একটি ম্যাচে শেষ হয়ে যাবে।’
গত বছর ওয়ানডে ক্রিকেটে দারুণ সময় কাটিয়েছে বাংলাদেশ। পাকিস্তান, ভারত ও দণি আফ্রিকার মত দলের বিপে দাপটের সঙ্গে খেলেছে বাংলাদেশ। তবে হঠাৎ আফগানিস্তানের বিপে হেরে যাওয়ায় খেলোয়াড়-কোচিং স্টাফসহ সবাই হতাশ। তবে আগের ম্যাচকে খারাপ দিন ভেবে আগামী ম্যাচে মানসিকভাবে ফ্রি থেকেই মাঠে নামবেন বলে জানান মাশরাফি।
‘আমাদের খেলোয়াড়, টিম ম্যানেজম্যান্টসহ ২০/২২ জনের স্টাফ যারা আছি তারা সবাই হতাশ। এর মানে এ না যে আমরা এতদিন যে কাজগুলো করেছি তা আমরা ভুলে গেছি। একটা খারাপ দিন, এটা ক্রিকেটে হয়। যে কোনো খেলাই হয়। এগুলো মাথায় নিয়ে নামলে আরও কঠিন হবে কাজটা। আমরা চেষ্টা করছি মানসিকভাবে ফ্রি থেকে মাঠে নামতে।’
আগের দিন ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ২০৮ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। টপ অর্ডারের ব্যাটসম্যানরা সেট হয়েও কেউই বড় স্কোর গড়তে পারেননি। তবে শেষ ম্যাচে ব্যাটসম্যানদের কাছে আরও দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানান তিনি।
‘আমাদের ব্যাটসম্যানদের মধ্যে সেরা পাঁচের কেউ না কেউ ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু আগের ম্যাচটাতে কেউ তেমন কিছু করতে পারেনি। ওই জায়গাতে ভা্লাে করতে না পারলে ২২০ এর উপর যাওয়া কঠিন। আমি মনে করি আমাদের দিক থেকে ওটা একটা বাজে দিন। আমরা অবশ্যই আফগানিস্তানকে ছোট করছি না। আশা করি পরের ম্যাচে এমন কিছু হবে না।’
- বাংলাদেশর বিপক্ষ বড় সংগ্রহের পথে শ্রীলংকা
- সাইমন্ডসের মহাপ্রয়াণ
- এফএ কাপ জিতল লিভারপুল
- চট্টগ্রাম টেস্টে খলবেন সাকিব
- ১১ বছর পর চ্যাম্পিয়ন ইন্টার মিলান
- ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ ম্যাককালাম
- শিরোপার আরও কাছে ম্যানচেস্টার সিটি
- শ্রীলংকা দল এখন ঢাকায়
- কাল চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল
- জয়ে শুরু বাংলাদেশের
- ‘ফেয়ারব্রেক’ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জাহানারা-রুমানা
- অনন্য উচ্চতায় তামিম
- ডিপিএলে শেখ জামাল চ্যাম্পিয়ন
- ডিপিএলে এনামুলের হাজার রান
- ডিপিএলে বিজয়ের রেকর্ড
