বোর্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বিরোধটা বেশ আগে থেকেই। বিশ্বকাপ টি-টোয়েন্টিতেও সেটাকে সঙ্গে করে নিয়ে এসেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। দ্বিতীয়বারের মত বিশ্বকাপ টি-টোয়েন্টি জিতে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে ধুয়ে দিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। তবে সেই সমালোচনার পর টনক নড়েছে বোর্ডের। ওয়েস্ট ইন্ডিজের সকল ক্রিকেটারদের সাথে দেখা করার কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড ক্যামেরন।
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পুরস্কার গ্রহণ করতে এসে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে এক হাত নিয়ে স্যামি বলেন, ‘বোর্ড শুধু অবহেলা করে গেছে আমাদের। আমরা গ্রানাডার প্রেসিডেন্টের কাছ থেকে ইমেইলে শুভেচ্ছা বার্তা পেয়েছিলাম; কিন্তু আমাদের বোর্ডের কাছ থেকে তেমন কিছুই পাইনি। আমাদের কেউ খোঁজ রাখে না। এমনকি জানিও না পরবর্তীতে আর দেশের হয়ে খেলতে পারবো কি না। পরনে জার্সিটা পর্যন্ত নিজেদের জোগাড় করে খেলতে হয়েছে আমাদের।’
স্যামির এমন কথা বলার পরেই বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে সভাপতি ক্যামেরন জানান আগামী মাসেই ক্রিকেটারদের সাথে বসবে বোর্ড। তবে স্যামির কথাকেও হালকাভাবে নেননি তিনি। ক্যামেরন বলেন, ‘মে মাসেই আমরা বোর্ড থেকে ক্রিকেটারদের সাথে দেখা করবো। তাদের সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবো। নির্বাচক, কর্মকর্তা ও ম্যানজমেন্ট ক্রিকেটারএর সব ধরনের সুযোগ সুবিধার নিশ্চয়তা দিতে চাই।’
আইপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের অধিকাংশ ক্রিকেটারই এখন ভারতে অবস্থান করছে। আইপিএল শেষেই দেশে যাবে তারা।
- আইসিসি’র দশক সেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন সাকিব
- নারী টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি ডিভাইনের
- প্যারিস সেন্ট জার্মেই চ্যাম্পিয়ন
- কামব্যাক সিরিজ মিরাজের
- বাবা হলেন বিরাট কোহলি
- জয় থেকে ৩৬ রান দূরে ইংল্যান্ড
- ওয়ানডে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ
- অস্ট্রেলিয়ান ওপেনের ৪৭ খেলোয়াড় কোয়ারেন্টাইনে
- চেলসির জয় দ্বিতীয় স্থানে লিস্টার
- পচেত্তিনোকে ছাড়া পিএসজির জয়
- টাইটেল স্পন্সর লাভেলো আইসক্রিম
- ৮ উইকেটে জিতল তামিমের দল
- বেসের ঘুর্ণিতে ১৩৫ রানে আউট শ্রীলংকা
- ইনজুরিতে বাদ পড়লেন পুকোভস্কি
- প্রস্তুিত ম্যাচে হাসান মাহমুদের বিধ্বংসী বোলিং
