ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পেসারের রাজত্ব চলেছে শনিবার। সেই রাজত্বে রাজ্যহারা হয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ব্যাটসম্যানরা। এদিন ফরহাদ রেজা-সানজামুল-আল আমিনের বোলিং তোপে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় শেখ জামাল। ফরহাদ রেজা ৬ ওভার বোলিং করে ২০ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন। ১০০ রানের টার্গেটে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর।
টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া শেখ জামাল নিয়মিত বিরতিতেই একের পর এক উইকেট হারাতে থাকে। আগের দুই ম্যাচে দারুণ ইনিংস খেলা মাহবুবুল করিম তৃতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন। দলীয় ১২ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল। সেই বিপদ বেড়ে যায় মিডল অর্ডার ভেঙ্গে পড়লে। মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে শ্রীলঙ্কান আঞ্জেলা পেরেরা ৩৩ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২৪ রান করেন। বাকি ব্যাটসম্যানদের মধ্যে জাবিদ হোসেন ৯ রানে অপরাজিত থাকেন।
ফরহাদ রেজার ৪ উইকেট ছাড়াও আল আমিন ৫ ওভার বল করে ২৫ রান খরচায় ২টি এবং সানজামুল ৭ ওভারে ২৪ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি নিয়েছেন নাসির হোসেন।
১০০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ইমতিয়াজ হোসেন সাজঘরে ফেরেন। দলীয় ৩৬ রানের মাথায় অারেক ওপেনার রনি তালুকদারও সাজঘরে ফিরে যান। বাকিপথ সহজেই পাড়ি দেন তিন নম্বরে নামা রকিবুল হাসান ও চার নম্বরে নামা শ্রীলঙ্কান সিলভা। ২০.১ ওভারে ৮ উইকেটেই জয় নিশ্চিত করে প্রাইম দোলেশ্বর।রকিবুল হাসান ৬৭ বলে ৫৩ রান ও চামারা সিলভা ২৭ রানে অপরাজিত থাকেন।
উল্লেখ্য, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে প্রাইম দোলেশ্বর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল। ৩ ম্যাচ খেলে তিনটি জয় নিয়ে তাদের বর্তমান পয়েন্ট ৬টি।
- সাকিবের অনন্য রেকর্ড
- সাকিবের একার লড়াইয়ের ম্যাচে হারলো বাংলাদেশ
- প্রথম টি-টোয়েন্ট না হওয়ায় নিজেদের ভাগ্যবান ভাবছেন কোচ
- বিজয়ের রেকর্ডের ম্যাচ বৃষ্টিতে পন্ড
- টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- ইতিহাস গড়া জয় ইংল্যান্ডের
- বৈষম্য থাকছে না ছেলে-মেয়েতে খেলায়
- রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দুই হাজার রানের ক্লাবে সাকিব
- টেস্টে বুমরাহ’র বিশ্ব রেকর্ড
- হজ্ব পালনে সৌদি আরবে মুশফিকুর রহিম
- রুদ্ধশ্বাস ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারাল ভারত
- হোম টেস্টের পরাজয় ঠেকানোর লক্ষ্য সাকিবের
- টেস্টে পরাজয়ের সেঞ্চুরি বাংলাদেশের
- মাহমুদুল্লারা ওয়েস্ট ইন্ডিজ যাবেন কাল
