বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে শনিবার রোমাঞ্চকর এক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ব্যাট-বলে সমান দক্ষতা দেখিয়েছেন জু্বায়ের হোসেন লিখন। তার ৪ উইকেট ও অপরাজিত ১৯ রানের ওপর ভর করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দুই উইকেটের জয় তুলে নেয় আবাহনী।
শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে ব্যাটিং পাওয়া ব্রাদার্স ইউনিয়ন নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে। মূলত জুবায়ের হোসেনের ঘূর্ণিতেই তারা বড় স্কোর করতে পারেনি। ওপেনিং জুটিতে ৭৯ রান আসে ব্রাদার্সের। শাহরিয়ার নাফিস ৩৫ রানে ফিরে গেলেও ইমরুল কায়েস হাফসেঞ্চুরি তুলে নেন। ৮২ বলে ৭ চার ও এক ছয়ে তিনি তার ৬৯ রানের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া নুর আলম ৩৯ ও সিদ্দিকুর রহমান অপরাজিত ৩৮ রান করেন।
আবাহনীর বোলারদের মধ্যে জুবায়ের হোসেন লিখন নিয়েছেন চারটি উইকেট। ৭ ওভারে ৪৪ রান খরচায় তিনি উইকেটগুলো নিয়েছেন। এছাড়া তাসকিন আহমেদ ৮ ওভারে ৪৫ রান খরচায় নেন দুটি উইকেট।
২৪৫ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে আবাহনী। কিন্তু দলীয় ৫ রানের মাথায় ফিরে যান ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিম ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে রান আউটের শিকার হন ওপেনার অভিষেক মিত্র (১৮)। আগের ম্যাচ দুটির মতো এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস (১৫)।
ভারতীয় ক্রিকেটার উদয় কাউল প্রাথমিক বিপর্যয় সামাল দেয় আবাহনীর। তিনি ৫৯ রান করে তুষার ইমরানের শিকারে পরিণত হন। কাউল ছাড়াও মোসাদ্দেক হোসেন ৪৭ ও নাজমুল হোসেন শান্ত এবং আবুল হাসান রাজু ২৩ রান করে করেন।
শেষ দুই ওভারে জয়ের জন্য আবাহনীর প্রয়োজন ছিল ১১ রান। ক্রিজে তখন সাকলাইন সজিব ও জুবায়ের হোসেন লিখন। টান টান উত্তেজনার ম্যাচে এক বল বাকি থাকতেই জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন লিখন-সাকলাইন জুটি। সাকলাইন সজিব ২০ ও জুবায়ের হোসেন ১৯ রানে অপরাজিত থাকেন। ব্রাদার্স ইউনিয়নের বোলারদের মধ্যে নুর আলম ও তুষার ইমরান সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।
- সাকিবের অনন্য রেকর্ড
- সাকিবের একার লড়াইয়ের ম্যাচে হারলো বাংলাদেশ
- প্রথম টি-টোয়েন্ট না হওয়ায় নিজেদের ভাগ্যবান ভাবছেন কোচ
- বিজয়ের রেকর্ডের ম্যাচ বৃষ্টিতে পন্ড
- টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- ইতিহাস গড়া জয় ইংল্যান্ডের
- বৈষম্য থাকছে না ছেলে-মেয়েতে খেলায়
- রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দুই হাজার রানের ক্লাবে সাকিব
- টেস্টে বুমরাহ’র বিশ্ব রেকর্ড
- হজ্ব পালনে সৌদি আরবে মুশফিকুর রহিম
- রুদ্ধশ্বাস ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারাল ভারত
- হোম টেস্টের পরাজয় ঠেকানোর লক্ষ্য সাকিবের
- টেস্টে পরাজয়ের সেঞ্চুরি বাংলাদেশের
- মাহমুদুল্লারা ওয়েস্ট ইন্ডিজ যাবেন কাল
