টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টস।
সুপার টেনের চার ম্যাচের চারটিতেই জিতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছে নিউজিল্যান্ড। অন্যদিকে চার ম্যাচের তিনটিতে জিতে ‘এ’ গ্রুপের রানার আপ হয়ে সেমিফাইনালে এসেছে ইংল্যান্ড। উভয় দলই দারুণ ফর্মে রয়েছে। সুতরাং হাইভোল্টেজ একটি সেমিফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
তার আগে চলুন দেখে নিই সেমিফাইনালে কেমন হতে পারে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ :
১. জ্যাসন রয়
২. আলেক্স হালস
৩. জো রুট
৪. জস বাটলার
৫. ইয়ান মরগান
৬. বেন স্টোকস
৭. মঈন আলী
৮. আদিল রশিদ
৯. ক্রিস জর্দান
১০. ডেভিড উইলি
১১. লিয়াম প্লাঙ্কেট।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ :
১. মার্টিন গাপটিল
২. কেন উইলিয়ামসন
৩. কলিন মুনরো
৪. কোরি অ্যান্ডারসন
৫. রস টেলর
৬. গ্রান্ট এলিয়ট
৭. লুক রনকি
৮. মিশেল স্যান্টার
৯. অ্যাডাম মিলনে
১০. ইস শোধি
১১. মিশেল ম্যাক্লেনাঘান।