ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ট্রফি দেয়া নিয়ে কম নাটক হয়নি। আইসিসির নিউম ভেঙে প্রেসিডেন্টের পরিবর্তে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার হাতে কাপ তুলে দেন তৎকালীন আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন। এবার সেই শ্রীনিবাসনের পথেই হাটা শুরু করলেন তারই স্বদেশী শশাঙ্ক মনোহর। দূর্নীতির দায়ে শ্রীনিবাসনকে সরিয়ে চেয়ারম্যানের পদে আসীন হয়েছিলেন এই শশাঙ্ক মনোহর।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিবিএ) সূত্রে পাওয়া ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এখন পর্যন্ত এটুকু নিশ্চিত বর্তমান আইসিসির প্রেসিডেন্ট জহির আব্বাসকে দিতে দেয়া হবে না বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি। সেক্ষেত্রে কাপ তুলে দেবেন শশাঙ্ক মনোহর। আগামী কয়েকদিনের ভেতরেই এ ব্যপারে নিশ্চিত খবর আসবে। ইতোমধ্যে কলকাতার ভেন্যু ইডেন গার্ডেন্সে এসে পৌছেছেন শশাঙ্ক।
গত বিশ্বকাপে আইসিসির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন মুস্তাফা কামাল। নিয়ম অনুযায়ী তার ট্রফি দেয়ার কথা থাকলেও তাকে উপেক্ষা করে ট্রফি তুলে দেন শ্রীনিবাসন। এই অপমানের জের ধরে পরে পদত্যাগও করেন মুস্তফা কামাল। পদত্যাগের পর তার জায়গায় সভাপতির পদে বসেন পাকিস্তানের জহির আব্বাস।
- কোপা ডেল রে’র শিরোপা বার্সার
- মুম্বাইয়ের টানা দ্বিতীয় জয়
- কোপা ডেল রে’র ফাইনাল
- শিশুদের জীবন বাঁচাতে মেসি
- হাসপাতালে ভর্তি হলেন আকরাম খান
- এফএ কাপের ফাইনালে উঠেছে চেলসি
- রানেই কাটলো প্রস্তুতির প্রথম দিন
- বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু
- প্রস্তুতি ম্যাচে মুমিনুলদের বিপক্ষে তামিমদের ব্যাটিং
- ইউরোপার শিরোপায় চোখ ম্যানইউ-আর্সেনালের
- অবশেষে জিতলো মুস্তাফিজদের রাজস্থান
- ব্যাঙ্গালোরের চমকপ্রদ জয়
- পাকিস্তানের রেকর্ড গড়া জয়
- নিষিদ্ধ হলেন হিথ স্ট্রিক
- আঙুল ভেঙেছে বেন স্টোকসের
