আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বমানের ব্যাটিং লাইনকে ধসিয়ে দেন এই বাঁ-হাতি পেসার।
এরই ধারাবাহিকতায় নাম লেখান পাকিস্তান সুপার লিগ ও ভারতের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে। এবার তিনি নাম লেখালেন ইংলিশ কাউন্টিতে।
মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে ইংল্যান্ডের সাসেক্স। ইংলিশ এই কাউন্টি দলের হয়ে বাংলাদেশের তরুণ এই পেস সেনসেশন খেলবেন আসছে মৌসুমের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়াল লন্ডন ওয়ানডে কাপে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেও মুস্তাফিজ খেলতে পারেননি চোটের কারণে। তিনি দল পেয়েছেন আইপিএলেও। সময়ের আলোচিত তারকা এবার পা রাখছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে।
মুস্তাফিজ জানান, ইংল্যান্ডে খেলা ছিল তার স্বপ্ন। “ইংলিশ কাউন্টি দলে খেলতে পেরে আমি রোমাঞ্চিত। আমার সব সময়ই লক্ষ্য ছিল ইংল্যান্ডে খেলা, সুযোগটি করে দেওয়ায় সাসেক্সের প্রতি আমি কৃতজ্ঞ। তার আমার ওপর যে আস্থা রেখেছে, আশা করি, সেটির প্রতিদান আমি মাঠের পারফরম্যান্সে দিতে পারব।”
মুস্তাফিজকে দলে পেয়ে উচ্ছ্বসিত সাসেক্স কোচ মার্ক ডেভিস। “মুস্তাফিজকে সাসেক্স ক্রিকেটে পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। সে অবিশ্বাস্য সামর্থ্যের এক ক্রিকেটার এবং এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজন। অপ্রথাগত বোলিং বৈচিত্রের কারণে ওর বিপক্ষে ব্যাট করা খুব কঠিন। আমাদের দলের জন্য সে হবে দারুণ এক সংযোজন।”
২০ মে থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি ব্লাস্ট। প্রথম দিনেই মুস্তাফিজের সাসেক্স খেলবে ব্রিস্টলে গ্লস্টারশায়ারের বিপক্ষে। ৫ জুন থেকে শুরু হবে ওয়ানডে কাপ। মুস্তাফিজদের প্রথম খেলা ৬ জুন হোভে, এসেক্সের বিপক্ষে।
বাংলাদেশের হয়ে এর আগে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। উস্টারশায়ারের হয়ে ওয়ানডে কাপ ও টি-টোয়েন্টি খেলার পাশাপাশি কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলেছেন সাকিব। তামিম নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছেন টি-টোয়েন্টিতে।
- বাঘ-সিংহের লড়াইয়ে চট্টগ্রাম টেস্ট ড্র
- প্রথম বাংলাদেশী হিসেবে ৫ হাজারি ক্লাবে মুশফিক
- শ্রীলংকাকে পাল্টা জবাব বাংলাদেশের
- বাংলাদেশর বিপক্ষ বড় সংগ্রহের পথে শ্রীলংকা
- সাইমন্ডসের মহাপ্রয়াণ
- ২০২৩ এশিয়ান কাপের আয়োজক হতে পারে জাপান
- কুল-বিএসপিএ বর্ষসেরার তালিকা প্রকাশ
- এফএ কাপ জিতল লিভারপুল
- চট্টগ্রাম টেস্টে খলবেন সাকিব
- ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ ম্যাককালাম
- শ্রীলংকা দল এখন ঢাকায়
- কাল চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল
- ‘ফেয়ারব্রেক’ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জাহানারা-রুমানা
- অনন্য উচ্চতায় তামিম
- ডিপিএলে শেখ জামাল চ্যাম্পিয়ন
