২০ বছর পরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়ে এসএ গেমসে বাংলাদেশ পুরুষ ও মহিলা খো খো দল রৌপ্য পদক অর্জন করেছে। ভারতের সাথে ফাইনালে তারা পরাজিত হয়ে রানার্স আপ হয় এবং রৌপ্য পদক পায়।
খো খো খেলার জন্মদাতাই হচ্ছে ভারত এবং ভারতে এই খেলা অত্যন্ত জনপ্রিয়। প্রচ- প্রতিকূলতা পেরিয়ে মাত্র তিন মাসের অনুশীলনের পর (ম্যাট ছাড়া) এ বিজয় ঐতিহাসিক বলে ভারতের খো খো বোদ্ধারা বলেছেন। এসএ গেমসে বাংলাদেশ পুরুষ ও মহিলা খো খো দলের পারফর্মেন্স ভারতের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ইতিমধ্যে আগামী এপ্রিলে ভারতের ভূপাল ও মহারাষ্ট্রে ফ্রেন্ডশীপ ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ পুরুষ ও মহিলা খো খো দল। এসএ গেমসে বাংলাদেশ দল ভারতে পৌঁছে লক্ষ্য করে খেলার নিয়মকানুনে কিছুটা পরিবর্তন এনেছে ভারত। এ ব্যাপারে বাংলাদেশ খো খো দল মোটেও অবহিত ছিল না। তাই নতুন আদলে খেলতে গিয়ে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয় পুরুষ ও মহিলা উভয় দলকেই। অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো ছিল ভারত, শ্রীলংকা, নেপাল ও পাকিস্তান। নেপালের পুরুষ ও মহিলা খো খো দল ব্রোঞ্জ পদক অর্জন করে। বাংলাদেশ পুরুষ ও মহিলা খো খো দলেকে মাঠে উপস্থিত কয়েক হাজার দর্শক উৎসাহিত ও অনুপ্রানিত করে এবং অভিনন্দন জানায়। বাংলাদেশের পুরুষ ও মহিলা খো খো দল ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে।
- কোপা ডেল রে’র শিরোপা বার্সার
- মুম্বাইয়ের টানা দ্বিতীয় জয়
- কোপা ডেল রে’র ফাইনাল
- শিশুদের জীবন বাঁচাতে মেসি
- হাসপাতালে ভর্তি হলেন আকরাম খান
- এফএ কাপের ফাইনালে উঠেছে চেলসি
- রানেই কাটলো প্রস্তুতির প্রথম দিন
- বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু
- প্রস্তুতি ম্যাচে মুমিনুলদের বিপক্ষে তামিমদের ব্যাটিং
- ইউরোপার শিরোপায় চোখ ম্যানইউ-আর্সেনালের
- অবশেষে জিতলো মুস্তাফিজদের রাজস্থান
- ব্যাঙ্গালোরের চমকপ্রদ জয়
- পাকিস্তানের রেকর্ড গড়া জয়
- নিষিদ্ধ হলেন হিথ স্ট্রিক
- আঙুল ভেঙেছে বেন স্টোকসের
