হকির নিবেদিত প্রাণ, এক সময়ের খ্যাতিমান হকি খেলোয়াড়-আন্তর্জাতিক হকি আম্পায়ার ও হকি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং হকি আম্পায়ার কমিটির সভাপতি মীর্জা ফরিদ মিলু আর নেই। বৃহস্পতিবার দুপুরে উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তার অকাল মৃত্যু হকির অঙ্গনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো।
তার মৃতদেহ রাখা হয়েছে এ্যাপোলো হাসপাতালে। বিদেশ থেকে তার সন্তানরা ফিরে আসার পর শনিবার মীর্জা ফরিদকে নামাজে জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।
এক নজরে মীর্জা ফরিদ :