জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত মোতালেব হোসেন বাপ্পি (২৬) কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার গৌরিশংকর আগরওয়ালা সড়কের আব্দুল হালিমের ছেলে। তাদের বাড়িতে ক্রিকেটার বিজয়ের পরিবার ভাড়া থাকেন। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে এনামুল জানিয়েছেন, তাকে হেয় করতেই এমন মিথ্যা দুর্নাম তার নামে ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে এনামুল হক বিজয় বলেছেন, ‘আমি কেন ওদের পিটাতে যাব। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি জাতীয় দলের ক্রিকেটার। আমি খেলা নিয়ে ব্যস্ত থাকি। আমার এসবের সময় কই? ওরাই আমার পরিবারকে অপমান করে এখন আমার নামে এসব ছড়াচ্ছে। আমি এসবের কিছুই জানি না। আমাকে সবার কাছে খাটো করতেই এমনটি করেছে। আমি এর প্রতিবাদ জানাই।’
জানা যায়, রোববার সকালে বাসার গোডাউনের তালা ভাঙা নিয়ে বাপ্পির সঙ্গে প্রথমে এনামুলের বাবার সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। পরে সন্ধ্যার দিকে এনামুল কুষ্টিয়ায় গিয়ে ভাই সজীবসহ ১০/১২ জন যুবককে নিয়ে বাড়ির মূল ফটকের সামনেই ব্যাট দিয়ে বাপ্পিকে আঘাত করেন।
- সাকিবের অনন্য রেকর্ড
- সাকিবের একার লড়াইয়ের ম্যাচে হারলো বাংলাদেশ
- প্রথম টি-টোয়েন্ট না হওয়ায় নিজেদের ভাগ্যবান ভাবছেন কোচ
- বিজয়ের রেকর্ডের ম্যাচ বৃষ্টিতে পন্ড
- টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- ইতিহাস গড়া জয় ইংল্যান্ডের
- বৈষম্য থাকছে না ছেলে-মেয়েতে খেলায়
- রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দুই হাজার রানের ক্লাবে সাকিব
- টেস্টে বুমরাহ’র বিশ্ব রেকর্ড
- হজ্ব পালনে সৌদি আরবে মুশফিকুর রহিম
- রুদ্ধশ্বাস ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারাল ভারত
- হোম টেস্টের পরাজয় ঠেকানোর লক্ষ্য সাকিবের
- টেস্টে পরাজয়ের সেঞ্চুরি বাংলাদেশের
- মাহমুদুল্লারা ওয়েস্ট ইন্ডিজ যাবেন কাল