সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার পর বাংলাদেশের লক্ষ্য এখন ভুটানকে হারিয়ে সান্ত্বনার জয়টুকু নিয়ে দেশে ফেরা। লক্ষ্য পূরণের আশা আছে ঠিকই কিন্তু তা পূরণের প্রত্যয় খুঁজে পাওয়া যাচ্ছে না মামুনুলদের কথায়।
আগামী সোমবার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ভুটানের জন্যও সান্ত্বনার জয় নিয়ে দেশে ফেরার শেষ উপলক্ষ।
ফিফার র্যাঙ্কিংয়ের মতো পরিসংখ্যানেও ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ভুটান ১৮৮তম, বাংলাদেশ ১৮২তম। এর আগে মুখোমুখি হওয়া চার ম্যাচে বাংলাদেশের জয় তিনটি, বাকি ম্যাচটি ছিল ড্র।
র্যাঙ্কিং ও পরিসংখ্যান পক্ষে থাকলেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী হওয়া কঠিন। সাফ ফুটবলে এবার মামুনুল-জাহিদ-জুয়েলরা যেন এসেছেনই পরিসংখ্যানকে ‘ভুল’ প্রমাণ করতে!
আফগানিস্তানের কাছে কখনও না হারার গর্ব বাংলাদেশের খুইয়েছে ৪-০ গোলে হেরে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকেই গেছে বাংলাদেশ।
উল্টো রথে ছোটার কারণেই ভুটানকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার নেই মারুফুলের শিষ্যদের কণ্ঠে। তবে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফেরার আশাবাদ জানিয়েছেন মালদ্বীপ ম্যাচে প্রতিপক্ষকে পেনাল্টি ‘উপহার’ দেওয়া ওয়ালি ফয়সাল।
“টুর্নামেন্টে এটাই আমাদের শেষ ম্যাচ। অন্তত একটা জয় নিয়ে দেশে ফিরতে চাই আমরা।” ওয়ালিদের চাওয়ার পূরণের পথটা কঠিন করে তোলার সামর্থ্য ভুটানের আছে। গ্রুপের দুই ম্যাচে দলটি তা করেও দেখিয়েছে। বাংলাদেশের মতো দুই ম্যাচে হারলেও এক গোল কম খেয়েছে তারা।
ভুটানের ম্যাচগুলোর ভিডিও নিয়ে তাই রোববার দুপুরেই হোটেলে নিজের রুমে সময় কাটিয়েছেন বাংলাদেশ কোচ মারুফুল। ব্যবচ্ছেদ করেছেন নিজের শিষ্যদের গত দুই ম্যাচের পারফরম্যান্সও।
বিশেষ করে সর্বশেষ মালদ্বীপ ম্যাচে ডিফেন্ডার তপু বর্মনের বোকামি, ওয়ালির হাস্যকর ভুল, শাখাওয়াত হোসেন রনি সুযোগ নষ্ট করা-এগুলো মাথায় রেখে ভুটান ম্যাচের সেরা একাদশে আরও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মারুফুল। “দলে পরিবর্তন আসবে। অনেক কিছু পরিবর্তন করব। কেননা, এটা শেষ ম্যাচ।”
- বাংলাদেশর বিপক্ষ বড় সংগ্রহের পথে শ্রীলংকা
- সাইমন্ডসের মহাপ্রয়াণ
- এফএ কাপ জিতল লিভারপুল
- চট্টগ্রাম টেস্টে খলবেন সাকিব
- ১১ বছর পর চ্যাম্পিয়ন ইন্টার মিলান
- ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ ম্যাককালাম
- শিরোপার আরও কাছে ম্যানচেস্টার সিটি
- শ্রীলংকা দল এখন ঢাকায়
- কাল চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল
- জয়ে শুরু বাংলাদেশের
- ‘ফেয়ারব্রেক’ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জাহানারা-রুমানা
- অনন্য উচ্চতায় তামিম
- ডিপিএলে শেখ জামাল চ্যাম্পিয়ন
- ডিপিএলে এনামুলের হাজার রান
- ডিপিএলে বিজয়ের রেকর্ড
