মাশরাফি বিন মুর্তজা ও ড্যারেন স্টিভেন্স বিপিএলের তিন আসরের তিনটিতেই একই দলে খেলেছেন। প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে শিরোপা জিতেছিলেন তারা। আর এবার তৃতীয় আসরে শিরোপার স্বাদ নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। বিপিএলের প্রথম দুই আসরে পারিশ্রমিক নিয়ে স্টিভেন্সের তিক্ত অভিজ্ঞতা থাকলেও তৃতীয় আসরে হাসিমুখে ফিরে যাচ্ছেন।
প্রথম দুই আসরে মূল পারিশ্রমিক পাননি স্টিভেন্স। ‘জোড়াতালি’ দিয়ে বিসিবি দেশি ও বিদেশি ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেছে। তবে এবার সে রকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হন নি স্টিভেন্স। নির্দিষ্ট সময়ের আগেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্টিভেন্সকে পূর্ণ পারিশ্রমিক দিয়ে দিয়েছে। তাতেই বেশ উচ্ছ্বসিত এই ইংলিশ অলরাউন্ডার।
পারিশ্রমিক পেয়ে উচ্ছ্বসিত স্টিভেন্স বলেন, ‘কুমিল্লা বেশ পেশাদারিত্ব দেখিয়েছে। ক্রিকেটারদের দেখভালও করেছে পুরো কৃতিত্বের সঙ্গে। সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে পারিশ্রমিক নিয়ে কোনো ঝামেলাই হয়নি এবার। পুরো পারিশ্রমিক এর মধ্যে পেয়েছি। কথা ছিল টুর্নামেন্টের পর ২৫% পারিশ্রমিক পাব। কিন্তু আমি পুরো অর্থই পেয়ে গিয়েছি। আমার মনে হয় দলের প্রত্যেকেই পুরোটা পেয়ে গেছে।’
এবার বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ৫০ ভাগ পারিশ্রমিক ক্রিকেটারকে দিয়ে দিতে হত। টুর্নামেন্টের মাঝপথে আরো ২৫ ভাগ। টুর্নামেন্ট শেষ হওয়ার এক মাস পর কোনো পারিশ্রমিক বকেয়া থাকবে না। সে হিসেবে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত ক্রিকেটারদের পূর্ণ পারিশ্রমিক প্রদানের সুযোগ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
সেক্ষেত্রে তারা টুর্নামেন্ট চলাকালীন সময়ে ক্রিকেটারদের পূর্ণ পারিশ্রমিক প্রদান করে বিপিএলকে সম্মানিত করেছে। জানা গেছে বিপিএলের আরেক দল চিটাগং ভাইকিংসও এরই মধ্যে ক্রিকেটারদের সকল পারিশ্রমিক দিয়ে দিয়েছে। একই পথে আছে ঢাকা ডায়নামাইটস, বরিশাল বুলস ও রংপুর রাইডার্সও।
সিলেট সুপারস্টার্সের সম্পর্কে অভিযোগ উঠলেও তারা সময়ের মধ্যে টাকা পরিশোধের নিশ্চয়তা দিয়েছে। তারা পরিশোধ করতে ব্যর্থ হলে বিসিবির কাছে থাকা পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে বিসিবি ক্রিকেটারদের পারিশ্রমিক প্রদান করবে।
এদিকে ড্যারেন স্টিভেন্স জানিয়েছেন, ২০১৩ সালের বিপিএল থেকে এখনো ১৩ হাজার ডলার তিনি পাবেন। তার ভাষ্য, ‘এটা খুব হতাশাজনক। ২০১৩ সালের বিপিএলের পারিশ্রমিক বিসিবি প্রদান করেছে। কিন্তু এখনো ১৩ হাজার ডলার বকেয়া আছে। আমি যখনই মিরপুর গিয়েছি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আশা করছি আমি সময়মত অর্থ পেয়ে যাব।’
- টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- টেস্টে পরাজয়ের সেঞ্চুরি বাংলাদেশের
- বাংলাদেশের নারীদের মালয়েশিয়া জয়
- কাল আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ
- মোহামেডানকে উড়িয়ে দিয়ে আবাহনীর জয়
- রুদ্ধশ্বাস ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারাল ভারত
- হোম টেস্টের পরাজয় ঠেকানোর লক্ষ্য সাকিবের
- মাহমুদুল্লারা ওয়েস্ট ইন্ডিজ যাবেন কাল
- ডাবল সেঞ্চুরির পথে বাংলাদেশ
- আরও চার ধাপ পেছালো বাংলাদেশ ফুটবল
- টেস্ট র্যাংকিংয়ে সাকিবের উন্নতি
- দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ
- দ্বিতীয় টেস্টের দলে শরিফুল
- দলের ব্যাটিং নিয়ে চিন্তিত সাকিব
- ম্যাচ জয়ে ও.ইন্ডিজের প্রয়োজন ৩৫ রান আর বাংলাদেশের ৭ উইকেট
