কদিন আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই তারকাকে দলে ভিড়িয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে। এবার ওয়েস্ট ইন্ডিজের আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন সাকিব। ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগে খেলবেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কেম্যান আইল্যান্ডে আগামী ১৬-২৩ জুলাই মাঠে গড়াবে ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ৮ দলের এই টুর্নামেন্টে সাকিবের খেলার কথা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে জানিয়েছে ম্যাক্স সিক্সটি ক্রিকেট কর্তৃপক্ষ। অবশ্য সাকিব কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে সাকিব ছাড়াও খেলবেন মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, ডেভিড মালান, মার্টিন গাপটিল, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরা, জো বার্নস, ইসুরু উদানাদের মতো তারকারা। টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স।
গত আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দল থেকে অনেকটাই নির্বাসিত অবস্থায় আছেন সাকিব। রাজনীতির সঙ্গে জড়িয়ে নিজেকে ক্রিকেটের বাইরেও অনেকটাই বিতর্কিত করেছেন। এরমাঝে এসেছিল বোলিং নিষেধাজ্ঞা। যে কারণে সাকিবকে মাঠে দেখতে পাওয়াটাই ছিল কঠিন। তবে সেই সময় পার করে আবার মাঠেই ব্যস্ত হচ্ছেন একসময়ের ক্রিকেট বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার।
উল্লেখ্য, গেল বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। এরপর ক্রিকেট থেকে দূরে ছিলেন এই টাইগার অলরাউন্ডার। পরবর্তীতে অ্যাকশন শুধরে খেলতে নেমেছিলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। প্রত্যাবর্তনে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরতে না পারলেও তার দল লাহোর কালান্দার্স হয়েছিল চ্যাম্পিয়ন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।